মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের অভিযানে ২৯পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম খলিল (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলা সদরের মানিকছড়ি বাজারস্থ মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পাশের একটি চা দোকানের সামনে থেকে পুলিশের উপ পরিদর্শক এসআই(নিঃ) মো. আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সরা ২৯ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ মো. ইব্রাহিম খলিলকে আটক করে। আটক খলিল উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা মো. আবুল কালামের ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক অপরাধীদের জেল-হাজতে প্ররণের প্রক্রিয়া চলছে।