মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- বে-সরকারি উন্নয়ন সংস্থা কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধীনে সিপিপি পিএইপি -২ জাস্ট ইকোলজিক্যাল ট্রানজিশন এগ্রো-ইকোলজিক্যাল প্রাকটিসেস ইন দ্যা সিএইচটি উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র ত্রেমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংস্থার উপজেলা কার্যালয়ে মাঠ কর্মকর্তা মো. সোলায়মানের সঞ্চালনায় ও মংতুশে মারমার সভপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মো. শফিউল আলাম চৌধুরী, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর দত্ত ও রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাঈমুল হক।
আলোচনায় প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত কৃষকদের সহায়তা প্রদান, বৈশিক জলবায়ু পরিবর্তনের সামাজিক সুরক্ষা, জন্ম ও মৃত্যু সনদ ৪৫দিনের মধ্যে করা, মাতৃত্বকালীন মায়েদের সেবা ইত্যাদি বিষয়ে আলোচনায় উঠে এসেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে পরিকল্পনা হয়।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যজাই কারবারি, হেডম্যান প্রতিনিধি সানি মারমা, মানিকছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু, সদস্য মো. ইসমাইল হোসেন, একতা যুব সংঘের সদস্য মো. রবিউল আলম প্রমুখ।