মো. রবিউল হোসেন:- সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র পরিচালনা কমিটি নবায়ন করা হয়েছে। এতে সভাপতি পদে বিগত কমিটির সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে পুনরায় মাওলানা মহিউদ্দিন বিন সুরুজকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ যোহর মানিকছড়ি দারুস্ সুন্নাহ মাদ্রাসার সভা কক্ষে সংস্থার উপদেষ্টা মাওলানা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করা হয় নতুন কমিটির সভাপতি-সম্পাদক। এছাড়াও একই প্রক্রিয়ায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন হাফেজ মুহাম্মাদ ইমাম উদ্দিন। এর আগে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপদেষ্টা পর্ষদ।
এসময় উপস্থিত ছিলেন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উপদেষ্টা হাফেজ মাওলানা ফজলুল হক, মাওলানা নুর মোহাম্মদ, মো. সামায়উন ফরাজি সামু, মাওলানা ফরিদ উদ্দিন ও মুফতি দিদারুল আলম কাসেমীসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ।