(মাটিরাঙ্গা প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ সামশুল হক মনোনীত হন।
কিন্তু মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম নিজে দলীয় গঠনতন্ত্রের ৪৭(১১) তোয়াক্কা না করে মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে বুড়া আঙ্গুল দেখিয়ে বিদ্রোহী/স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল মার্কা প্রতীক নিয়ে মনোনয়ন দাখিল করেন।
তাই দলীয় শ্খৃলা ভঙ্গের দায়ে এম এম জাহাঙ্গীর আলমকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক পদ থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও সাধারণ সম্পাদক সুবাস চাকমা আজ ২৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি এবং সাধারন সদস্য পদ হতে খারিজ করা হয়।
প্রসঙ্গত, চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে।
উল্লেখ্য যে, মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য বারবার তাগাদা দেয়া স্বত্বেও দলীয় সিনিয়র নেতৃবৃন্দদের সম্মান না জানিয়ে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী কার্যক্রম না মেনেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে প্রচার -প্রচারনা চালিয়ে যাচ্ছেন, যা আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারার লঙ্ঘন করছেন। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও দলীয় গঠনতন্ত্রের ধারা অনুযায়ী প্রস্তাবিত ও সদস্য পদ হতে চূড়ান্তভাবে অব্যহতি দেয়া হয়েছে।