মো. রবিউল হোসেন:- ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামিকাল (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে বিশাল শোক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। একইসাথে তিনি যোগ্যাছোলা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করবেন।
সমাবেশকে ঘিরে শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তৈরী করা হয়েছে বিশাল প্যান্ডেল ও সুসজ্জিত স্টেজ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্যান্ডেলের ভেতর ও বাহির। অনুষ্ঠানস্থল ও প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করে সমাবেশ বাস্তবায়ন কমিটিকে দিকনির্দেশনা দিয়েছেন উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।
শোক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন জানান, একটি সুন্দর ও বিশাল সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করেছেন। যেহেতু একইদিনে যোগ্যাছোলায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হবে, নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মাঝেও আনন্দ বিরাজ করছে।
উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, ‘ইতোমধ্যে ঠিকাদার ৮ কিলোমিটার সড়কে ১১ কেভি’র বিদ্যুৎ লাইন সম্প্রসারণ কাজ শেষ করেছে। তবে পুরোপুরি কাজ শেষ হতে আরও সময় লাগবে। এমপি মহোদয় শোক সমাবেশে আসার কারণে প্রাথমিকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করবেন। আগামী ৩/৪ মাসের মধ্যে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ পাবে যোগ্যাছোলাবাসী’।