লংগদু প্রতিনিধি:
আসন্ন ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২২শে আগস্ট জননেতা দীপংকর তালুকদার এমপি’র লংগদু উপজেলায় সফরসহ কর্মী সমাবেশ সফল করার লক্ষে লংগদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে লংগদু উপজেলার সদরে জেলা পরিষদের বিশ্রামাগারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায় এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সহ-সভাপতি আব্দুল আলী, উপদেষ্টা সুভাষ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ১৫ আগস্ট পালন এবং ২২ আগস্ট খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি, রাঙামাটির ২৯৯ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি লংগদু সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।