সাইফুল ইসলাম “রামগড় খাগড়াছড়ি ।
খাগড়াছড়ি”র রামগড়”পৌরসভার অধিনস্থ সরকারি – বেসরকারি চার”টি ও উপজেলা পর্যায়ে দুটি উচ্চ -বিদ্যালয়ে ২০২৩ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ” ২৮ জুলাই (শুক্রবার) চট্টগ্রাম শিক্ষা বোর্ড অধিনস্থে এ ফলাফল ঘোষণা করলে ” তারপর স্ব স্ব বিদ্যালয়েও এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
রামগড় উপজেলা ও পৌরসভার অধিনস্থ বিদ্যালয়গুলো “হচ্ছে ১/রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় “২/ চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয় ” ৩/রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় “৪/ রামগড় আইডিয়াল স্কুল”৫/ বলি পাড়া উচ্চ বিদ্যালয়” ৬/নাকাপা উচ্চ বিদ্যালয়।
এসএসসি ২০২৩ শিক্ষাবর্ষে এবার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮৮.৭১%”মোট পরীক্ষার্থী”র সংখ্যা ছিলো
১২৬জন” পাশের সংখ্যা ১১১জন” ফেলের সংখ্যা ১৫ জন”এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে -১জন। জিপিএ ৫-এর সংখ্যা কম হলেও পাশের হারে এগিয়ে রয়েছে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়।
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ এর পাশের হার ৬৩% এবার মোট পরীক্ষার্থী”র সংখ্যা ছিলো ২৯১জন”পাশের সংখ্যা ১৮৪ জন” ফেলের সংখ্যা ১০৭ জন”এর মধ্যে জিপিএ ৫- পেয়েছে ৮জন। পাশের হার কম হলেও জিপিএ ৫ এ “এগিয়ে রয়েছে স্কুলটি” শিক্ষার মান উন্নয়নে এবারে ২য় স্থানে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রামগড় আইডিয়াল স্কুলে” পাশের হার ছিলো ৮৩.৩৩% মোট- পরীক্ষার্থী ১২জন পাশ ১০জন” ফেল ২জন”এবং চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ২২.৪৪% মোট পরীক্ষার্থী”৯৮জন ” পাশ ২২জন “ফেল ৭৬জন”এর মধ্যে জিপিএ নাই।
এদিকে রামগড় উপজেলার বলি পাড়া উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি” তে মোট ৫৪জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে” পাশের সংখ্যা ৩৬জন “ফেলের সংখ্যা ১৮জন” এর মধ্যে জিপিএ পাইনি কোন শিক্ষার্থী” শতকরা পাশের হচ্ছে ৬৬.৬৬%”
নাকাপা উচ্চ বিদ্যালয়ে এবার পাশের ৬১.২৯%” মোট পরীক্ষার্থী ৬২জন “পাশ ৩৮”ফেল ২৪” এই প্রতিষ্ঠানেও কোন শিক্ষার্থী এসএসসি ২০২৩ এ জিপিএ ৫- পাইনি।
উল্লেখ্য যে রামগড় উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় সর্বমোট পাশের হার ৬২.৩৬%” মোট পরীক্ষার্থী “৬৪৩জন” মোট পাশের সংখ্যা হচ্ছে ৪০১জন” ফেল মোট ২৪২জন।