সাইফুল ইসলাম”রামগড়:
এবারের প্রতিপাদ্য হচ্ছে নিরাপদ মাছে ভরবো দেশ ” গড়বো স্মার্ট বাংলাদেশ” খাগড়াছড়ির রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ২৪ জুলাই) সকাল ১১টার সময় মৎস্য অধিদপ্তর রামগড়ের আয়োজনে মৎস্য অফিসার মনোয়ার হোসেন মৎস্য বিষয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিং দেয়” মৎস্য অফিসার মনোয়ার হোসেন জানান ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালিত হবে” এছাড়া আগামীকাল মঙ্গলবার মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভা ” রামগড় লেকে মাছের পোনা অবমুক্তকরণ ” সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হবে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক বেলাল হোসেন ” দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু” সাপ্তাহিক অরুণ্য বার্তার সাংবাদিক শুভাশীষ দাস”সাংবাদিক রতন বৈষ্ণব ” “রামগড় উপজেলা প্রেস ক্লাবের সহ- সভাপতি শাহাদাত হোসেন কিরণ” সাইফুল ইসলাম ” মোশাররফ হোসেন শাহেদ হোসেন রানা” মাসুদ রানা” জহিরুল ইসলাম ” করিম শা ” প্রমুখ।