মো. রবিউল হোসেন:- নতুন প্রজন্মের মাঝে জানার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’এর উদ্যোগে ইসলামি ও সুফিতাত্তিক আধুনিক ও দুস্প্রাপ্য নানা গ্রন্থের পসরা নিয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) চট্রগ্রাম নগরের চকবাজারস্থ কলেজ রোডের সাফ আমিন শপিং মলের প্রথম তলায় প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র ‘আলোকধারা’ বুকশপের শুভ উদ্বোধন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গ্রন্থকার ও সাংবাদিক মো. মাহবুব আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মহসিন কাজী, কর্ণফুলি এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, বাঁশখালী সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলাইমান, চট্টগ্রাম চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা মোকাম্মেল হক খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মকর্তা মাসুদ আলম, পিপলস ইন্সুরেন্সের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা। এছাড়াও বিভিন্ন দরবারের আওলাদ, প্রতিনিধি, শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিতি ছিলেন।
ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন, নির্বাহী কর্মকর্তা (সমন্বয়) মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত প্রদর্শন ও বিক্রয় বুকশপে মিশর হতে সংগৃহিত বিশ্বখ্যাত সুফিদের রচিত বিভিন্ন তাফসির, প্রিয়নবি (দ.)-এর সিরাত সমগ্র, হাদিস সমগ্র, তুলনামূলক বিশ্লেষনধর্মী গ্রন্থ, নারী সুফি বিষয়ক, শিশুতোষ, সুফিতাত্তি¡ক গ্রন্থাদিসহ মাইজভাণ্ডারিয়া ত্বরিকা সম্পর্কিত এবং হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারীর খলিফা দরবারসমূহ হতে প্রকাশিত নানাগ্রন্থ স্থান পেয়েছে।