হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় আনসার ভিডিপির ৬টি প্লাটুনের পিসিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের নির্দেশনায়।
অদ্য ২৭শে জানুয়ারি বুধবার সকালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কার্যালয়ে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্রগুলো উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ সাদেক মহোদয়ের নির্দেশনায় উপজেলার ৬টি প্লাটুনের পিসিদের হাতে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব আব্দুস সাত্তার, পিসি আবদুল আউয়াল,পিসি আয়ুব আলী, পিসি আব্দুর রাজ্জাক শেখ,পিসি আব্দুল ছাত্তার গাইন, পিসি আবদুল জলিল সানা, পিসি আবদুল জলিল মোড়ল, দলনেতা ওসমান শেখ, আনসার কমান্ডার রফিকুল ইসলাম, ইউনিয়ন দলপতি আজগর আলী প্রমুখ। বিতরন কালে আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, আনসার ভিডিপিকে উন্নতি করতে সরকার ব্যাপক কর্মকাণ্ড হাতে নিয়েছে। তাই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।