টুয়েল চাকমা;নানিয়ারচর(রাঙামাটি) প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলা শাখার অভিষেক ও বৃক্ষ রোপণ অনুষ্ঠান আজ ২৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রাঙ্গামাটি ব্লাড ফোর্স, কেন্দ্রিয় কমিটির সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ, নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মোঃ শহিদুল ইসলাম সহ স্থানীয় ইউপি সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য বক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন।
সভা সঞ্চলন করেন রাঙ্গামাটি ব্লাড ফোর্স, নানিয়ারচর শাখার আহবায়ক মোঃ মাহবুব এলাহী ও সদস্য সচিব মোঃ নাজমুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন, পুলিশ সুনাগরিকের বন্ধু কোন অপরাধীর নয়। কোন মাদক ব্যবসায়ী, জুয়াড়ী, সন্ত্রাসী পুলিশের বন্ধু হতে পারে না। সুনাগরিকরাই পুলিশের বন্ধু। আজ যারা সচেতন ও সুনাগরিক, তারাই রক্তদানের মাধ্যমে রক্ত দিয়ে মুমূর্ষু মানুষদের পাশে দাঁড়িয়ে নতুনভাবে একজনকে নতুন জীবন দিতে পারে। নানিয়ারচর উপজেলার ০৪টি ইউনিয়নে ৩৬টি ওয়ার্ড থানায় পর্যাপ্ত পুলিশ বাহিনী নেই। এ কারণে সুনাগরিকদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন,বাজারে পাহারা দেয়ার ব্যবস্থা জোরদার করার মাধ্যমে যেমন দোকান পাটের মালামালের নিরাপত্তা বিধান করা হয় তেমনি আজকের বৃক্ষ রোপনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জীবন বাঁচানোর উপকরণ অক্সিজেন মজুদ করা হলো। রাসুল (সাঃ) বলেছেন, কেয়ামত সন্নিকটে এসে গেলেও হাতে যদি একটি গাছের চারা থাকে রোপন করুন।
উক্ত অভিষেক অনুষ্ঠানে নানিয়ারচর শাখার আহবায়ক মোঃ মাহবুব এলাহী ও সদস্য সচিব মোঃ নাজমুল ইসলামের পরিচালনায় নানিয়ারচর উপজেলা শাখার কার্যকরী কমিটির সকলকেই অভিষিক্ত করা হয়। এর আগে কেক কেটে রাঙ্গামাটি ব্লাড ফোর্স, নানিয়ারচর শাখার অভিষেক অনুষ্ঠানের শুভ সূচনার পরে বৃক্ষ রোপণ করা হয়।