মানিকছড়ি ও খাগড়াছড়ি প্রতিনিধি:- চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে অপহরণ, শারীরিক ও মানসিক নির্যাতনের পর মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মানিকছড়ি উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল।সোমবার (১৯জুন) সকালে উপজেলা দলীয় কার্যালয় সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে করা হয়।
সমাবেশে বক্তরা ছাত্রদল নেত্রীর উপর সন্ত্রাসি হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক সকল অপকর্মের সাথে ছাত্রলীগ জড়িত। তারা নৈতিকভাবে ছাত্র রাজনীতি করার অধিকার হারিয়েছে।
এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছে ছাত্র রাজনীতিতে।
বক্তারা আরো বলেন, দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে সরকার। একদিকে পুলিশী নির্যাতন অন্যদিকে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ। অবিলম্বে নুসরাতকে অপহরণ ও নির্যাতনের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জনানানো হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সাধারন সম্পাদক মো. মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মনসুর আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, যুগ্ম-আহ্বায়ক মীর হোসেন, মহিলা নেত্রী কাঞ্চন মালা, উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলী হোসেন, থোয়াইঅংগ মারমা, সাইফুল ইসলাম রহিম, ২নং বাটনাতলী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলীসহ উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।