মো. রবিউল হোসেন:- তথ্য অফিস রামগড়ের আয়োজনে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্যে তথ্য অফিসের কার্যক্রম উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন খিসা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম।
তথ্য অফিসের কার্যক্রম স্মার্ট কৌশলে আরও গতিশীল করার লক্ষ্যে এবং তা তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।