বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নগর সমন্বয় কমিটি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে সমাজের গণ্যামান্য ব্যাক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেছে বাঘাইছড়ি পৌরসভা।
বৃহস্পতিবার (১জুন) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ব্যাবসায়ী বৃন্দ সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পৌর মেয়র জমির হোসেন আগত সকলকে স্বাগত জানিয়ে পৌরসভার দায়িত্ব গ্রহনের পর যেসকল কার্যক্রম বাস্তবায়ন করেছেন তা উপস্থাপন করেন এবং নগর উন্নয়নের জন্য সকলের পরামর্শ কামনা করেন।
গণ্যমান্য ব্যক্তিরা পৌরসভা এলাকায় বিশেষ করে চৌমুহনী মার্কেটে ডাস্টবিন নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, ড্রেন নির্মাণ, ডিপ টিউবওয়েল নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য পরামর্শ প্রদান করেন।