বাঘাইছড়ি প্রতিনিধি :-
বাঘাইছড়িতে খেদারমরা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আগত বিভিন্ন দলের দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। তাদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা সহ উপস্হিত নেতৃবৃন্দরা।
২৯ মে দূরছড়ি বাজারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মদন মল্লিখ।এতে প্রধান অতিথি হয়ে উপস্হিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙ্গামাটি জেলা শাখার সহ সভাপতি বৃষকেতু চাকমা। তিনি নেতা-কর্মীদের সমন্বিত সমাবেশের উপর বিশেষ গুরুত্বারোপ সহ আওয়ামীলীগ নিয়ে চক্রান্তকারীদের সকল বাধা ডিঙ্গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিক দিপংকর তালুকদারকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সহ সভাপতি তন্তুমণি চাকমা সহ বিশিষ্ট নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এইসময় নিরপক্ষীয় কিছু মানুষ সহ আওয়ামী বিরোধী দলের দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।