বাঘাইছড়ি প্রতিনিধি –
বাঘাইছড়িতে মারিশ্যা, রুপকারী ও বাঘাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, রুপকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙ্গামাটি জেলা শাখার সহ সভাপতি বৃষকেতু চাকমা। তিনি নেতা-কর্মীদের সমন্বিত সমাবেশের উপর বিশেষ গুরুত্বারোপ সহ এলাকার উন্নয়নে গৃহিত কর্মসূচির জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ও দেশনেত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করেন এবং উক্ত কর্মসূচি সমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য জননেতা দিপংকর তালুকদারকে ধন্যবাদ জানান। তাছাড়াও আওয়ামীলীগ নিয়ে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পার্বত্য চট্টগ্ৰামের অহংকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিক জননেতা দিপংকর তালুকদারকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে জয়যুক্ত করে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় অন্যান্য বক্তারা ছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন। বিশেষ অতিথিরা ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সহ সভাপতি তন্তুমণি চাকমা সহ আওয়ামী পরিবারের বিশিষ্ট নেতৃবৃন্দরা।