মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাহাদাত হোসেন (৩২) নামের এক বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ২নং বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল এলাকায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইজারা বহির্ভূত উপজেলার পান্নাবিল এলাকায় প্রশাসনের অজান্তে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট বালু উত্তোলনকারী মো. শাহাদাত হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তিস্বরুপ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, এসআই সুমন কান্তি দে উপস্থিত ছিলেন। অবৈধবালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।