মো. রবিউল হোসেন:- ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী বলেন পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মান্নোয়নে স্থানীয় ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনা রয়েছে। এতে করে তিন পার্বত্য জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হবে। তিনি আরও বলেন, অনুষ্ঠিতব্য পাবলিক পরীক্ষা শেষে পার্বত্য চট্টগ্রামের যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেখানে জরুরী ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সাথে পদায়নকৃত শিক্ষকরা যাতে ইচ্ছে হলে বদলী নিতে না পারেন সে দিকে কঠোর ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ৯টায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এরপর জাতীয় ও পুনর্মিলনীর পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়ি আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ১০টায় অতিথি বরণ শেষে শুরু হয় আলোচনা সভা।
পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি এস.এম রবিউল ফারুকের সভাপতিত্বে এবং মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও মানিকছড়ি সরকারী কলেজ শিক্ষক মো. মনির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য সচিব ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাংসদ ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, জেলা আ.লীগের সাংগঠনিক মো. দিদারুল আলম ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুইচিংপ্রুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
দুপুরে মধ্যভোজ শেষে শুরু হয় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ। সন্ধ্যায় তারকা শিল্পীসহ স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফল ড্র’র লটারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয় এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা।