মো. রবিউল হোসেন:- ২৯ তম রমজানের ইফতারের মাধ্যমে বিদায় নিলো এবছরের পবিত্র মাহে রমজান। সেইসাথে চারিদিকে ছড়িয়ে পড়েছে ঈদুল ফিতরের আনন্দ। রমজানের শেষ আমেজ আর ঈদের আগমনী আনন্দঘন মুহুর্তে খাগড়াছড়ির মানিকছড়িতে ইফতারে মিলিত হয়েছে এসএসসি-২০১৫ ব্যাচের বন্ধুরা। ইফতার শেষে ব্যাচের এক বন্ধুর ইমামতিতে খোলা আকাশের নিচে সবুজ ঘাসে আদায় হয়েছে মাগরিবের সালাত।
শুক্রবার (২১ এপ্রিল) মানিকছড়ি সদরস্থ ইংলিশ স্কুল মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মানিকছড়ি উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন। সকলের অংশগ্রহণে ইফতারস্থল এক মিলন মেলায় রূপ নেয়।
ঐ ব্যাচের শিক্ষার্থী রবিউল আহম্মেদ বলেন, ‘আমাদের ব্যাচের অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পর্যায়ে কর্মরত থাকায় সবার সাথে আগের মতো দেখা কিংবা আড্ডা দেওয়া হয়না। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সকলেই বাড়িতে ফিরেছে। তাই একসাথে হয়ে আজকের এই আয়োজন। অনেকদিন পর সকলে একসাথে হতে পেরে অনেক ভালো লাগছে’।