চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, মানুষের ভালবাসা নিয়ে মানবতার সেবায় এগিয়ে যাচ্ছে সায়রা-জহির ফাউন্ডেশন।দুঃসময়ে মানুষের পাশে থাকে এই সংগঠনটি।তিনি বলেন,শিক্ষা, স্বাস্থ্য,অসহায়ের মুখে হাসি ফোঁটাতে এ সংগঠনের ভূমিকা অতুলনীয়। নিরবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে এ ফাউন্ডেশন।১৯ এপ্রিল (বুধবার) সায়রা-জহির ফাউন্ডেশনের কতৃক বোয়ালখালীর শ্রীপুরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
সংগঠনের পরিচালক সমাজসেবক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নোমান আল মাহমুদ,শ্রমিকলীগ নেতা সফর আলী,সাবেক কমিশনার আবু তাহের,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো.এমরান,উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা,ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম,চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট রতন কুমার রায়,উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর,যুবলীগ নেতা এম এ ঈসা,স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, চেয়ারম্যান শফিউল আজম শেপু, তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন, নুরুল হুদা,ইসমাইল হোসেন খোকন,আ জ ম নাছির উদ্দীন এর ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ, যুবনেতা এস এম কাজেম সহ প্রমুখ।