মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ইমাম ও ওলামা সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ আসর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সমিতির সভাপতি মাওলানা আব্দুল মজিদ নিজামীর সভাপতিত্বে ও মৌলভী মো. মঈনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মাওলানা উজাইর আহমেদ, ওসি তদন্ত মো. আজগর হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, আবুল কালাম আজাদ, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. জয়নাল আবেদিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উপজেলার সকল আলেম ওলামাগণ একই প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ থেকে ইসলামের প্রচার ও প্রসার ঘটানোই এই সমিতির লক্ষ ও উদ্দেশ্য।
ইফতারপূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও সমিতির উপদেষ্টা মাওলানা আহমদুল হক।