মো. রবিউল হোসেন:- “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে পালিত হয়েছে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটি উপলক্ষে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপ ও মানিকছড়ি মং রাজবাড়ী মুক্ত রোভার স্কাউট গ্রুপের যৌথ আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অর্ধশতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা। পরে মানিকছড়ি প্রেসক্লাব হল কক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, মং রাজ বংশের মেজ কুমার সুইচিং প্রু, মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ মংচাইঞো চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, চিকিৎসক মো. মহি উদ্দিন, অমর কান্তি দত্ত, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন। এসময় সিনিয়র রোভার মেট মৃদুল কুমার ত্রিপুরা, মুক্ত রোভার স্কাউটের কোষাধ্যক্ষ থোয়াই অংপ্রু মারমা ও রোভার মেট নাঈম ফরাজীসহ স্কাউটের ৩২ জন সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে স্কাউট লিডার ও সদস্যদের নিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।