মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ও বাজার পরিচালনা কমিটির আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রোববার (২ এপ্রিল) মানিকছড়ি জেনারেল মার্কেট মাঠে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী এসএম রবিউল ফারুক, প্রবীণ শিক্ষক মো. আতিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ক্যয়জরী মহাজন, আ.লীগ নেতা জাহেদুল আলম মাসুদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ বাজার ব্যবসায়ী, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ইফতারপূর্ব মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক।