নিউটন চাকমা(কাউখালী)রাঙ্গামাটি:
ঘাগড়া কিন্ডারগার্টেন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাউখালী উপজেলা সাংগঠনিক সম্পাদক রঞ্জন মনি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ৩নং ঘাগড়া ইউনিয়নের সহসভাপতি মোঃ হারুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শান্তি মনি চাকমা, মহিলা ইউপি সদস্য মিনু চাকমা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য্য শশী মনি চাকমা।
বার্ষিক পুরস্কার ও বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন রিয়াদ হোসেন ও সুমী সেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়।