সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বোয়ালখালী উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী রেজাউল করিম রাজা।
অন্যদিকে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বাকী দু’জন শাহজাদা এসএম মিজান এবং কাজী আয়েশা ফারজানা নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় দু’জনেই জামানত হারিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা উপজেলার ৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত।বোয়ালখালীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে,বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
বোয়ালখালী উপজেলায় ২০৬১৬৭ জন ভোটারের মধ্যে সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৮৬টি কেন্দ্রে সর্বমোট বৈধ ভোট পড়েছে ৩৪৪৭৮টি,তার মধ্যে নৌকা প্রতীকের রেজাউল করিম রাজা পেয়েছেন ৩০৯৮৪টি ভোট।
ভোটকেন্দ্রসহ সমগ্র বোয়ালখালী উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত।
উল্লেখ উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের মৃত্যুর পর বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্টিত হচ্ছে। মোট ৮৬ টি কেন্দ্রে ২০৬১৬৭ জন ভোটারের ভোট পেতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের রেজাউল করিম রাজা পেয়েছেন ৩০৯৮৪ ভোট, আনারস প্রতীকের শাহাজাদা মিজানুর রহমান পেয়েছেন ২৯০৮ ভোট এবং দোয়াত কলম প্রতীকে কাজী আয়শা ফারজানা পেয়েছেন ৫৮৬ ভোট।
উল্লেখ্য,একটি নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ কোনো প্রার্থী না পেলে প্রার্থিতার সঙ্গে জমা দেয়া জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।
বোয়ালখালী উপজেলা উপনির্বাচন উপলক্ষে ১ জন জুডিশিয়াল ম্যজিস্ট্যাটের অধীনে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন সমগ্র উপজেলায়।
এছাড়াও ১ প্লাটুন বিজিবি,র্যাব,পুলিশ,আনসার বাহিনী মজুদ ছিলেন।
রাজার রাজকীয় বিজয়, জামানত হারালেন মিজান-ফারজানা

Leave a comment
Leave a comment