শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা ৯৭৬৫পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
আটককৃত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার মৌলভী জাফর আলমের ছেলে মোঃ মাসুদ(২৫)।১৮ জানুয়ারি (সোমবার) বেলা ১২টার দিকে রেজু ব্রিজ দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় বিজিবির সন্দেহ হলে তল্লাশি করে।
এসময় অভিনব কায়দায় সিএনজি গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা ৯৭৬৫পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা মূল্য ২৯ লক্ষ ২৯ হাজার ৫শ টাকা।এসময় একটি এন্ড্রয়েড সেট পাওয়া যায়।রেজুখাল যৌথ চেকপোস্টের হাবিদার শফিকুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করে বলেন আটককৃত যুবককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।