থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সমিতি উদ্যোগে বান্দরবানে রুমায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে যাওয়ার অসহায় ১২ পরিবারের পাশে থেকে মানবিক সহযোগিতা করেছে।
চলতি বছরে আগামী গরম মৌসুমে আর কোন অগ্নিকাণ্ড যেন না ঘটে, সেজন্য রিখ্যাইন পাড়া বাসিন্দাদের সোচ্চার ও সতর্কনীয় বার্তায় পরামর্শ দিয়েছেন ভিক্ষুরা।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে থানচির বলিপাড়া হয়ে সাঙ্গু নৌ-পথে ইঞ্জিন চালিত নৌকা যোগের রিখ্যাইন পাড়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অসহায় ১২ পরিবারের পাশে থেকে মানবিক সহযোগিতা করতে যান থানচি ভিক্ষু সমিতি’র ভিক্ষুরা। সেখানে পৌঁছালে ঘুরে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের হাতে সাড়ে ষাট হাজার টাকাসহ প্রয়োজনীয় খাদ্য, শীতবস্ত্র কম্বল, পোষাক বিতরণ করা হয়।
এসময় আইলমারা বৌদ্ধ বিহার অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু ও থানচি উপজেলা ভিক্ষু সমিতি সাধারণ সম্পাদক ভিক্ষু উঃ গাইন্দামালা ভিক্ষু, বলিপাড়া বিহার অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু উঃ আচিংনা ভিক্ষু, নাইক্ষ্যং পাড়া বিহার অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু উঃ কসলা ভিক্ষু, রেমাক্রী ক্যবু পাড়া বিহার অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু উঃ আগাওয়াইসা ভিক্ষু, থানচি উপর নাইদারি পাড়া অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু উঃ কোসলা ভিক্ষু উপস্থিত ছিলেন।
এছাড়াও বাগান পাড়া বাসিন্দা উসিংমং মারমা, বাহাই মারমা’সহ প্রুহ্লাঅং মারমা, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ১২ পরিবার ও রিখ্যাইন পাড়া বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বলিপাড়া আইলমারা পাড়া করুণা শিশু সদনে পরিচালক, বিহার অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু ও থানচি উপজেলা ভিক্ষু সমিতি সাধারণ সম্পাদক ভিক্ষু উঃ গাইন্দামালা ভিক্ষু জানান, চলতি মাসের গত ৯ বৃহস্পতিবার দিন দুপুরে রুমায় রিখ্যাইন পাড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ড খবর পেয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, বিভিন্ন মিডিয়ারমাধ্যম খবর প্রচার এবং ওই এলাকার ভিক্ষু সমিতি মাধ্যমে খবর নিয়ে সত্যতার নিশ্চিত হই আমি।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে নগদ অর্থ’সহ প্রয়োজনীয় খাদ্য, শীতবস্ত্র কম্বল, পোশাক সহযোগিতা করেছে থানচি ভিক্ষু সমিতি।