মো. রবিউল হোসেন:- বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় খাগড়াছড়ির মানিকছড়িতে পান্নাবিল শ্রীশ্রী গীতা সংঘের আয়োজনে অষ্টপ্রহরব্যাপী ৫৪তম মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১ ফেব্রুয়ারী) হতে মানিকছড়ির পান্নাবিলস্থ শ্রীশ্রী বৈরাগী ঠাকুরের আসন প্রাঙ্গনে শ্রীশ্রী মহানামযজ্ঞের অধিবাস কীর্তন পরিবেশন, শ্রীমদ্ভাগবত পাঠ, অধিবাস কীর্তন, রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণসহ লীলা প্রদর্শন অনুষ্ঠিত হয় এবং শুক্রবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
এতে নাম মাধুরী পরিবেশন করেন- গোপালগঞ্জ হতে আগত শ্রী ব্রজেশ্বরী সম্প্রদায়, পটুয়াখালীর শ্রী দ্বাদশ রাখাল সম্প্রদায় এবং ভোলা হতে আগত শ্রী সত্য সনাতন সম্প্রদায় ও শ্রী মা বিশাখা অষ্টসখী সম্প্রদায়।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপজেলা শাখার সভাপতি রুপেন পাল ও সাধারণ সম্পাদক ডা. অমর দত্ত প্রমুখ। এসময় উৎসব উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ডা. স্বপন কান্তি নাথ, সভাপতি বিকাশ কান্তি নাথ, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ ও অর্থ সম্পাদক শিমুল কান্তি নাথসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা হতে আগত কয়েক হাজার ভক্তশ্রোতা উপস্থিত ছিলেন।