বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণশক্তি। তাদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির ভীতকে মজবুত করে থাকে ।
রোববার( ১৭ জানুয়ারী) বিকেলে চট্টগ্রাম প্রবাসী ক্লাব কর্তক শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি’র সভাপতিত্বে বোয়ালখালী উপজেলা বি আর ডিবি’র প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত এতে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদূল করিম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির অন্যতম উদ্যেক্তা মোঃ মহিউদ্দিন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার ,বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাংবাদিক সৈয়দ নজরুল ইসলাম, মোঃ ইয়াছিন চৌধুরী, প্রভাস চক্রবর্তী, শাহ আলম বাবলু, প্রবাসী টিভি’র স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ার, জান্নাত নির্ঝরের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এক্সিকিউটিভ মোঃ ইছমাইল, প্রবাসী মোঃ ইলিয়াস,দিদারুল আলম,আবদুর রাজ্জাক, ও এনামুল হক প্রমূখ।
পরে এলাকার শতাধিক অসহায় দুঃস্হের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।