গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে গুইমারা উপজেলা বিএনপির উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল টি গুইমারা সরকার মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী।
গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান,এস.এম মিলন,সালমান হোসেন আরিফুল ইসলাম,মোঃ পারভেজ হোসেন।
এসময় সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ দলের নেতাদের উপর হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ করে তত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। একিসাথে সরকার বিরোধী অন্দোলনে দলীয় নেতাকর্মীদের রাজপথে আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানানো হয়।##