মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি আয়োজিত দশ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা কালে পুলিশি বাঁধায় বিঘ্নতা ঘটে কর্মসূচির।
রোববার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে বাঁধা প্রদান করে পুলিশ। এসময় দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দলটির উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম.এ. করিম। এসময় দলের সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতাদের উপর হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভ মিছিল প্রসারিত করতে দেওয়া হয়নি। এছাড়া শান্তিপূর্ণভাবে বিএনপি তাদের কর্মসূচি দলীয় কার্যালয়ে সম্পন্ন করেছে।