মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন যুব স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নব্যাপী অর্ধশতাধিক হত-দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকালে সংগঠনের মাওলানা ওসমান গনির সভাপতিত্বে শীতবস্ত্র অনুষ্ঠানে অতিথি ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন, ডাক্তার ইউছুপ, সংগঠনের সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ জাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় সংগঠনের সভাপতি মাওলানা ওসমান গনি বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাড়াতে। বিভিন্ন সময় ইউনিয়নব্যাপী সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে সংগঠন। এরই ধারাবাহিকতায় এ বছর শীতমৌসমে ৫০ জনেরও বেশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।”