মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
রাঙ্গুনিয়া ইছাখালী জাকিরাবাদ এলাকার মুহাম্মদ আজাদ শাহ ফকিরের খোররোজ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৭জানুয়ারি)সকালে এই উপলক্ষে নিজ বাড়িতে খতমে কোরআন ও খতমে শেফার মাধ্যমে খোররোজ শরীফ পালন করা হয়। এতে স্থানীয় নেতৃত্ব এবং তার ভক্তবৃন্দ ও এলাকার প্রায় ৫০০মানুষ কাঙ্গালি ভোজে অংশগ্রহণ করেন।
মুহাম্মদ আজাদ শাহ ফকির বলেন, আমার খোররোজ শরীফ উপলক্ষে প্রতিবছর আমি বিশ্ব ওলী-আউলিয়াদের নামে ফাতেহার আয়োজন করে থাকি। সাধারণ মানুষদের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করে থাকি। রাত খোররোজ শরীফ উপলক্ষে রাত ভক্তগণ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি দরবারে আজিজিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন দরবার সফর করেন তার পাশাপাশি আধ্যাত্মিক গান কবিতা লেখার চর্চা করেন ইতিমধ্যে তিনি লিখেছেন প্রায় শতাধিক আধ্যাত্বিক ধর্মীয় কবিতা ও গান।