মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশাল ছাত্র সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৪ঠা জানুয়ারি বুধবার বিকেল ৩টায় উপজেলা টাউনহল মাঠে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়ের সঞ্চলনায় ও সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংসুইপ্রু চৌধুরী অপু। এতে বিশেষ বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মো. শফিকুর রহমান ফারুক, জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস, দেশ গড়ার ইতিহাস। ছাত্রলীগের হাত ধরে এদেশে রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। আর জিয়াউর রহমান এদেশে সন্ত্রাস ও রাজাকারদের পুনঃজীবিত করেছেন। এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের গডফাদার ও আ’লীগ পরিবারের ২১জন নেতাকর্মী হত্যকারী ওয়াদুদ ভূঁইয়া আবারও ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। আ.লীগের অহংকার ছাত্রলীগ কখনও তা হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রলীগের নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনে ছাত্রলীগ নেতাকর্মী সদাপ্রস্তুত।
এসময় বক্তারা ছাত্রলীগ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে ছাত্রলীগ।
সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা আ’লীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.শহীদুল ইসলাম মোহন, এসএম রবিউল ফারুক, মো. রফিকুল ইসলাম, ক্যয়জরী মহাজন, মো.তাজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিগত মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অতিথিরা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।