চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জটিলতা দূর করে সহজে ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে কাজ করছেন এসিল্যান্ড পীযুষ কুমার।কর্ণফুলী উপজেলার ভূমি অফিসে ভূমি সংক্রান্ত যেকোনো সেবাকে সহজিকরণ করে গ্রাহকদের দ্রুত সেবা প্রদানে ভূমি কর্মকর্তা পীযুষ কুমার কাজ করে আসছেন যোগদানের পর থেকেই।
অতীতের দুর্নাম মুছে সাধারণ মানুষের মাঝে ভূমি অফিসে গ্রাহকদের হয়রানি সম্পর্কে বদ্ধধারণা দূর করতে নানান উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন এসিল্যান্ড পীযুষ কুমার চৌধুরী।
ভূমি অফিসে গ্রাহকদের হয়রানি আর নেই বললেই চলে। ভূমি অফিসে নিত্তনৈমত্তিক সকল হয়রানি দূর করতে তিনি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে জানান কামাল হোসেন নামের একজন সেবাপ্রার্থী।
এ ব্যাপারে কর্ণফুলী উপজেলার ভূমি কর্মকর্তা পীযুষ কুমার চৌধুরী বলেন, ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছি। সেবাপ্রার্থীদেরকে কোনো দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন এসিল্যান্ড পীযুষ কুমার।
নামজারি, খতিয়ান, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) উঠানো সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি ফিস এর বাইরে কোনো দালাল কিংবা কাউকে বাড়তি টাকার প্রয়োজন হয়না বলে জানান বেশ কয়েকজন সেবাপ্রার্থী।
খোয়াজ নগরের বাসিন্দা ওশান বিল্ডার্সের চেয়ারম্যান মোহাব্বত আলী বলেন, বর্তমান ভূমি কর্মকর্তা পীযুষ কুমার চৌধুরী যোগদানের পর থেকে ভূমি সংক্রান্ত জটিল কাজগুলো সহজিকরণ সহ হতদরিদ্র অসহায় গ্রামের সহজ সরল জনসাধারণকে নানান সেবা প্রদান করে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন তিনি।