রাঙ্গামাটি নিউজ ডটকম
নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষের বাংলাদেশ।
এরই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় নানিয়ারচরে প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
৩০/১১/২০ সকাল ১১টায় খামার পাড়া গ্রামের সুপ্রিয় চাকমার ক্রিক পাড় প্রশিক্ষণ কর্মসূচীতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার বিশ্বাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাঙ্গামাটি সদর।
প্রশিক্ষণ সঞ্চালনা করেন,ঝিনুক চাকমা মাঠকর্মী নানিয়ারচর উপজেলা মৎস্য অফিস। প্রশিক্ষণ কর্মসূচী বিষয় কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ। এসময় দীলিপ কুমার বিশ্বাস বলেন ছোট পুকুরেও শুধু মাত্র এক প্রজাতির মাছ চাষ না করে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ জাতীয় মাছ চাষ করলে অধিক লাভ করা সম্ভব,রাঙ্গামাটি জেলায় যে পরিমাণ নদী ও খাল রয়েছে সেই সব নদী মাছ চাষের আওতায় নিয়ে আসা সম্ভব হলে একদিকে যেমন লাভবান হবে অন্যদিকে বেকারত্ব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ এরশাদ বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশে কোনো প্রকার জমি খালি না রেখে চাষের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অল্প খরচে বেশি লাভের জন্য খালি নদী গুলোকে কাজে লাগানো দরকার।
তিনি আরো বলেন, বেকার বসে না থেকে নিজেকে কর্মমুখী হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
এখানে প্রশিক্ষন গ্রহন করেছেন,শুনিল বিকাশ চাকমা,চিজি মনি,ধনঞ্জয় চাকমা,ভূবন বিজয়, সুপ্রিয় চাকমা,জ্ঞান প্রিয় চাকমা ও খামার পাড়া গ্রামবাসী।