মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মুসলিম পাড়ায় প্রতিষ্ঠিত দ্বীণি শিক্ষা প্রতিষ্ঠান ‘ইসলামী আদর্শ কিন্ডারগার্টেন নূরানী ও হাফিজিয়া মাদরাসা’য় সবক প্রদান অনুষ্ঠান ও বাৎসরিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসা অডিটরিয়ামে মাদরাসার প্রতিষ্ঠাতা মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মোহাম্মদ আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদে সভাপতি মাওলানা ওসমান গণি। এতে অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদে সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী মো. নাছির উদ্দিন, মাওলানা মুফতি হামিদুল ইসলাম ও মাওলানা ফরিদুল আলম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে শতাধিক অভিভাবকের অংশগ্রহণে বাৎসরিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিরা।
এসময় প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘নিরিবিলি ও মনোরম পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের দ্বীণি, আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের সকল ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানে। শুধু প্রাতিষ্ঠানিক পাঠদান নয়, সন্তান যাতে নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকে এবং নিয়মিত বাড়িতেও পড়াশোনা করে সে ব্যাপারে অভিভাবকদের গুরুত্ব দিতে হবে’।