মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সড়কের পাশে ফেলে যাওয়া দু’দিনের নবজাতক শিশু কন্যাটির অবশেষে ঠাঁই মেলেছে সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রামস্থ “শিশু মনি” সেন্টারে। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে পুলিশ প্রহরায় শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রামস্থ “শিশু মনি” কেয়ার সেন্টারে প্রেরণ করা হয়। তবে শিশুটিকে দত্তক নিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ২০/২৫ জন দম্পতি তদবির করে ব্যর্থ হয়েছে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি উপজেলার গোদার পাড় এলাকায় গত ২৬ নভেম্বর বিকেলে এক নবজাতক (কন্যা শিশু) পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে থানা পুলিশ সরজমিনে গিয়ে আনুমানিক ২ দিন বয়সী ফুটফুটে কন্যা শিশুটিকে উদ্ধার করে পাশ্ববর্তী এক মহিলার আশ্রয়ে রাখেন। এরপর শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের তত্বাবধানে রাখার পর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকেলে পুলিশ প্রহরায় শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রামস্থ “শিশু মনি” কেয়ার সেন্টারে প্রেরণ করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শিশুটিকে দত্তক নিতে উপজেলার ২০/২৫জন দম্পতি তদবির করলেও প্রশাসন এ বিষয়ে কোন সিদ্ধান্ত না দিয়ে সমাজ সেবা অধিদপ্তরের নিরাপদ শিশু উন্নয়ন কেন্দ্র’ শিশু মনি’ সেন্টারে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহন করেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।