মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মঈনুল হোসেন মাসুমের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত মঈনুল হোসেন মাসুমের হাতে অনুদানের ৩০ হাজার টাকার চেক তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, স্থানীয় ইউপি সদস্য মো. জয়নাল আবেদিন ও উপজেলা যুবলীগ সাংগঠনিক মো. শহীদুল ইসলাম প্রমূখ।
এর আগে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও তৈজসপত্র প্রদান করেন যোগ্যাছোলা ইউনিয়ন চেয়ারম্যান ক্যয়জরী মহাজন ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রান্নার চুলার আগুনে উপজেলার গাড়িটানা এলাকার বাসিন্দা মতলব হোসেনের ছেলে মঈনুল হোসেন মাসুমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থ, আসবাবপত্র, বাড়ির তৈজসপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।