লায়ন বরুণ কুমার আচার্য্যঃ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ কার্যালয় পরিদর্শন ও ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সহকারী হাই কমিশনার এইচ ই ডা. রাজীব রঞ্জন।
২০ নভেম্বর (রবিবার) নগরীর চান্দগাঁওস্থ ডিউ উদয়ন ভবনে ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মহোদয়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম।
পরে ভারতীয় সহকারী হাইকমিশনার ট্রাস্টের পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেণিপেশার মানুষকে অর্থের চেক বিতরণ করেন। অনুদান গ্রহণকারীর মধ্যে ছিল ‘সবার জন্য শিক্ষা প্রকল্প ২০২২’-এর দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ষান্মাসিক শিক্ষক সম্মানী, আলেম সহায়তা, মসজিদ নির্মাণে অনুদান, চিকিৎসা সহায়তা, বিদেশ গমনে সহায়তা এবং গৃহনির্মাণ সহায়তা।