লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর বশিকপুর ইউনিয়নে একটি সংখ্যালগু পরিবারের দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তায় গাছ লাগিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে হয়রানি করার অভিযোগ উঠেছে কবিরাজ বাড়ির আবু জালাল সুমন এর বিরুদ্ধে। এবিষয়ে বিভিন্ন সময় শালিস বৈঠক হলেও দখলকারীরা প্রভাবশালী হওয়ায় কর্ণপাত করছে না। ঘটনাটি সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড দোপা বাড়িতে ঘটে।
ভুক্তভোগী দিলীপ চন্দ্র মজুমদার জানান, সুমনের কাছে পাওনা টাকা চাওয়ার পর থেকে সে জোর করে আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় পতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এই বিষয়ে কয়েকবার শালিস বৈঠক হলেও সে কারো কথা শুনতে নারাজ। রাস্তায় গাছ লাগানোর সময়ও স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তি তাকে বাধা দিলেও সে কারো কথা শুনতে নারাজ। উপরুন্ত সুমন মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। বিষয়টি বর্তমানে ইউনিয়ন পরিষদে বিচারাধীন রয়েছে।
বশিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন ও পরিষদের মেম্বার নূর নবী জানান, এবিষয়ে সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের একটি রায়ের কপি রয়েছে। সেই রায় সুমন মানতে নারাজ। বিষয়টি বর্তমান চেয়ারম্যনের কাছে বিচারাধীন অবস্থায় সে আবারও রাস্তা বন্ধ করতে চায়।
অভিযুক্ত সুমন জানায়, আমার জায়গায় আমি গাছ লাগিয়েছি। দোপা বাড়ির চলাচলের রাস্তা পূর্ব দিক দিয়ে। আমি গাছ লাগিয়েছি পশ্চিম দিকে। আর হিন্দু বাড়ির রাস্ত কখনো পশ্চিম দিকে হয়না।