নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলীর তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুরে ধর্ষণ মামলায় আরেক আসামী কে গ্রেপ্তার করছে চন্দ্রঘোনা থানার পুলিশ। মঙ্গলবার সকাল ১২ টায় তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার আবদুল জলিল মোল্লা( ৪০) একজন পেশায় দিন মজুর এবং উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মৃত আবদু রসিদ শেখের ছেলে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কবির হোসেন ও জলিল শেখ মিলে একই এলাকার স্বামী পরিত্যাক্ত মৃত তোহা আহম্মদের মেয়ে (ছদ্দনাম) রোজিনা কে দফায় দফায় ধর্ষণ করে। ফলে মেয়েটি গর্ভপাত হওয়ার পর সন্তান ভূমিষ্ট হয়। বিষয় টি কাউকে না বলার জন্য কবির ও জলিল থাকে প্রতিনিয়ত ভিকটিমের ৭ বছরের ছেলে সন্তান কে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। বিষয় টি জানা জানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।
বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুল কাদের হাওলাদার বলেন, ভিকটিম কে আইনের আশ্রয় নেওয়ার জন্য। পরে ভিকটিমের পরিবার বাদী হয়ে গত ৭ নভেম্বর আবদু জলিল ও কবির হোসেনের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ রবিবার রাতে কবির হোসেন কে আটক করে এবং পলাতক আসামী আবদু জলিল শেখ কে গোপন সংবাদের ভিত্তিতে শফিপুর এলাকা হতে সোমবার গভীর রাতে আটক করে মঙ্গলবার সকাল রাঙামাটি আদালতে প্রেরণ করেন বলে চন্দ্রঘোনা থানার ওসি তদন্ত ইসতিয়াক আহম্মেদ জানান।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, রাঙামাটি জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।