আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলাধীন দূর্গম ৪ নং কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা বৌদ্ধ বিহারে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় কুরুকপাতা বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির আয়োজনে ধর্মীয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আলোচনা সভার আগে বৌদ্ধ বিহারের দায়ক-দায়ীকারা ফানুস উত্তোলন করেন এবং ফানুস উত্তোলনের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কুরুকপাতা বৌদ্ধ বিহারের সভাপতি খামলাই ম্রোর সভাপতিত্বে ও কুরুকপাতা বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক কাইংথব ম্রো নেপিউ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাত পুং ম্রো।
ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুরুকপাতা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত আগাডেইমা মহাথের ভান্তে।
ধর্মীয় আলোচনা সভায় ভদন্ত আগাডেইমা মহাথের ভান্তে বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য হিংসা-হানাহানি, লোভ-মোহ ত্যাগ করে সবাইকে গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করতে হবে। এর জন্য প্রয়োজন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মৈত্রীবাণীর প্রচার ও প্রসার। এ সময় উপস্থিত সবাইকে মাদকসহ সব অধর্ম কাজ ত্যাগ করে ভালোর পথে কাজ করার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, সবার শান্তির জন্য ধর্মীয় আচরণ ছাড়া কোনো বিকল্প নেই।
ধর্মীয় আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছিংপাত ম্রো,৬নং ওয়ার্ড ইউপি সদস্য, লেংক্লাং ম্রো, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য, মেনক ম্রো, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য, থুমপয় ম্রো,৪,৫,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ।