আরিফুল ইসলাম;লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় মোটরসাইকেল ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর পুরাতন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়াগামী মোটরসাইকেল (চট্ট মেট্রো হ-১৫-০১২৪) ও লামা বেকারির পণ্যবাহী জীপ গাড়ি (ঢাকা ঘ- ৯২০৬) মুখোমুখি সংঘর্ষ হয়। জিপ গাড়িটি রাস্তার উপরে উল্টে গেলে মোটরসাইকেলের ২ জন ও জিপ গাড়ির ১ জন আহত হয়। ঘটনার পরপরই গাড়ি চালক পালিয়ে যায়।
ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।’