মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ উপ-পরিদর্শক শংকর মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ রমজান আলী, মানিকছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ। খেলায় অংশগ্রহন করেন, আদর্শ যুব সংঘ বনাম একতা যুব সংঘ।
গোল শুন্য ড্র’তে খেলা শেষে অতিথিরা ট্রপি বিতরণ করেন। খেলা পরিচালনা করেন মো. শহীদুল্লাহ্ সজীব।