মোঃ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
প্রতি বছরের মতো এবারও ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ উপলক্ষে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে র্যালি বের হয়। পরে মাটিরাঙ্গা থানায় গিয়ে শেষ হয় র্যালিটি।
র্যালী শেষে থানা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাস চাকমা, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এ স্লোগানকে ধারণ করে দেশ তথা গণমানুষের কল্যানে কাজ করতে হবে।