রাঙ্গামাটি নিউজ ডটকম
“কোভিড ১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রোজ সোমবার ৩০/১১/২০২০ ইং রাজস্থলী উপজেলায় পালিত হলো উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ সাদেক মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জনাব মফজল খান মহোদয়, উপজেলা কৃষি অফিসার জনাব হাসিবুল হাসান মহোদয়, উপজেলা মনিটরিং অফিসার জনাব বিভীষণ চাকমা, উপজেলা প্রকল্প কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজের প্রভাষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ সাদেক মহোদয় বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এমন প্রকল্পসমুহ উদ্ভাবন করার চেষ্টা করতে হবে যাতে করে উক্ত প্রকল্পসমুহ মানুষের ব্যবহার উপযোগী ও পরিবেশ বান্ধব হয়।
কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমুহকে জুনিয়র ও সিনিয়র এই দুটি ক্যাটাগরিতে বিভক্ত করে পুরস্কার বিতরণ করা হয়। সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে রাজস্থলী সরকারি কলেজ এবং জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।