মিজানুর রহমান সবুজ,দীঘিনালা প্রতিনিধি :
ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল ও ৬ সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দীঘিনালা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দীঘিনালা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি ও সমকালের দীঘিনালা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রাজু’র সভাপতিত্বে ও দীঘিনালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ দীঘিনালা উপজেলা প্রতিনিধি জাকির হোসেন’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালের কন্ঠ ও এটিএন নিউজের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আবু দাউদ, দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোঃ রিফাত, আজকের পত্রিকার দীঘিনালা প্রতিনিধি আকতার হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নানা ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে।‘এই আইন তৈরির প্রক্রিয়া যখন শুরু হয়, তখন থেকেই সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষ এ আইন নিয়ে এক ধরনের ভীতির মধ্যে ছিল।
সাংবাদিকদের লেখনীর ধারাকে রুখে দিতে এই আইন একটি হাতিয়ার হিসেবে কাজ করছে। এই আইনের মধ্য দিয়ে সাংবাদিকদের স্বাধীনতা,সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় একের পর এক মামলা দিয়ে সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে। দিনের পর দিন জেলে রাখা হচ্ছে।মানববন্ধনে সাংবাদিকরা আরোও বলেন ‘ আমরা দাবি করবো দ্রুত ফজলে এলাহী সহ আরো ৫ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ ‘ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট’ আইনটি যদি বিলুপ্ত করা যায়, তাহলে সবচেয়ে ভালো হয়।
তা না-হলেও এই আইন সংশোধন করে সাংবাদিক ও গণমাধ্যমকে যেন এর আওতামুক্ত রাখা হয়। স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানান সরকারের প্রতি।