নিজেস্ব প্রতিনিধি,রাঙ্গামাটি:
রাঙামাটির সাজেক এর মাচালং বাজার এলাকায় চাঁদাবাজির ৩ লাখ টাকাসহ ইউপিডিএফ (প্রসীত) দলের চাঁদা কালেক্টর রুপিন ওরফে রবিন চাকমা (২৬) কে আটক করেছে যৌথ বাহিনী। সে জারুলছড়ি গ্রামের বাসিন্দা ইন্দ্রবান চাকমার পুত্র রুপিন চাকমা ওরফে রবিন ।
এ সময় তার কাছ থেকে ১টি প্লাটিনা মোটরসাইকেল, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন ও ১টি দাঁড়ালো ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাচালং এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মালামালসহ রুপিন চাকমাকে সাজেক থানায় হস্তান্তর করা হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক রুপিন ওরফে রবিন চাকমা ইউপিডিএফ (প্রসীত) দলের একজন সক্রিয় সদস্য ও চাঁদা কালেক্টর বলে শিকার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।