টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধি:
যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ২০,২১ অক্টোবর (বৃহস্পতিবার -শুক্রবার) দুই দিন ব্যাপি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার রত্নাংকুর বন বিহারে ২৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎযাপন করা হয়েছে। বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে অন্যান্য যে কোন দানের চেয়ে এই দান সর্বশ্রেষ্ঠ। সাধারণ সময়ে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সূতা কাটা, রঙ দেওয়া, কাপড় বুনা, সেলাই করে দান করতে হয়। একদিনের মধ্যেই এই দান সম্পন্ন করতে হয় বলেই একে কঠিন চীবর দান বলা হয়।
মহান পূণময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সহধর্মিণী রীপা চাকমা, রাঃপাঃজেঃ পরিষদের সদস্য ইলিপন চাকমার সহধর্মিণী মনীষা চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষীত চাকমা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপন তালুকদার, ২নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি চাকমা সহ বিভিন্ন এলাকা হাজারো পূর্ণার্থী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং নির্বাহী প্রকৌশলী তুষীত চাকমাকে ফুল ও ক্রেশদিয়ে বরণ করে নেয়া হয়।
শহীদ চাকমা ও অন্তরা চাকমার সঞ্চালনায় ধর্মীয় সংঙ্গীত পরিবেশন করেন শিল্পী রুবেল চাকমা, উপস্থিত পূর্ণার্থীদের পক্ষে পঞ্চশীল প্রর্থনা করেন রিটন চাকমা।
অনুষ্ঠান মঞ্চে ভিক্ষু সংঘের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ভৃগু মহাস্থবির ভিক্ষু, বিশুদ্ধানন্দ মহাস্থবির ভিক্ষু, অধ্যক্ষ রত্নাংকুর বন বিহার, জিনবোধি মহাস্থবির ভিক্ষু, জ্ঞান প্রিয় মহাস্থবির ভিক্ষু, সত্যপ্রেম মহাস্থবির ভিক্ষু সহ বিভিন্ন বিহার থেকে আসা ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পার্বত্য চট্টগ্রাম বিভাগের ভিআইপির প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত হওয়ায় রত্নাকুর বন বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ভিক্ষুকে ফুল দিয়ে বরণ করেন নেয়া হয়।
২৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্টানে বুদ্ধ মূর্তিদান, কঠিন চীবর দান, অষ্ট-পরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলা কামনায় এক মিনিট ভাবনাসহ নানাবিধ দানকার্য সম্পাদন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি চাকমা।
২৫ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে উপস্থিত পূর্ণার্থীদের মাঝে সধর্ম দেশনা প্রদান করেন সত্যপ্রেম মহাস্থবির ভিক্ষু, জ্ঞান প্রিয় ভিক্ষু, ভৃগু মহাস্থবির ভিক্ষু।